পথহারা জন পথ খুঁজে ঘোরে জনহীন চৌরাস্তায়,
পথের নিশানা মনের গভীরে হারিয়েছে দুশ্চিন্তায়।
কোনপথ ছেড়ে কোনপথে যায় পায়না সঠিক সন্ধান,
চার রাস্তার মাঝেই নিহিত পথিকের সেই কল্যান।


মাথার চান্দি গরম আগুন রোদ খশে পড়ে মস্তকে,
অগ্নিগিরির উত্তাপ যেন পড়ছে পৃথিবী পুস্তকে।
রোদ্দুর তাপে সাহারা সৃষ্টি বিস্মিত হয় ভাবনায়,
কচিপাতাগুলো ঝিমিয়ে পড়েছে বৃক্ষশাখার মোহনায়।


মেঠো পথগুলো আকাঁবাঁকা তালে ছুটছে তেপান্তরে,
যানহীন পথে ঝিমাই পথিক হৃদয় ছুটেছে দিগন্তরে।
বাড়ীফেরা তাড়া মাথায় চেঁপেছে শরীর হয়েছে নিস্তেজ,
গাছের ছায়ায় বিশ্রামে বসে নিদ্রা হয়েছে সতেজ।


ঘুমের ঘোরেও পথ গবেষণা করছে পথিক অন্তর,
কিচিরমিচির পক্ষীর ডাকে ঘুম রইল না সুন্দর।
মাঝির নৌকা বাঁধা দেখে তিনি দূর তটিনীর বন্দরে,
পথের নিশানা উতলীয়ে ওঠে মন প্রাসাদের অন্দরে।


মিষ্টি হাসির বর্ষা নাবলো পথিক মনের মাঠজুড়ে,
গুমট মেঘের ঘনঘাটা কেটে সেইখানে আসে সুখ উড়ে।