----------------------
দিনের ভাটা রাতের জোঁয়ার
ঝিঁঝিঁর কুহেলী গান,
শালদাহ" বিলের স্বচ্ছ জলে
  তারা ফুল আসমান।


কোটি তারার আলোর মিছিল
চলছে গগণ ভরে,
অগ্নি উৎপাত হয়না মিছিল
মশাল  ঘর্ষণে ফলে।


স্বচ্ছ রঁশ্মির জলের দেহে
জন্ম তারার ভ্রুণ,
রজনী বনে ফুলের বাহার
ফোঁটে সারাক্ষণ।


চাঁদের টিকুলি খিস্তি কাটে
ঝিঁলতরঙ্গ ঢেউয়ে,
বৃক্ষকুল আজ নিদ্রা পাগল
নিরবতা নামের প্রেমে।


মৎস কন্যার ঘুম ভেঙ্গে যায়
দেখে আলোর ছটাক,
ঢেউয়ের সাথে নৃত্য নাচে
মেঘেরা করে ব্যঘাত।


এমন রুপক নৈসর্গিক দৃশ্য
কেড়ে নেয় মোর মন,
আমি যেন আমাক হারায়
পেলে প্রিয়খন।