আকাশকুসুম মিথ্যা কথার- সংসদ বসে দেশে,
দেশের স্বার্থে কেউ রাজি নয় চলছে ছদ্মবেশে
প্রতিশ্রুতির প্রতিযোগিতায়- নিত্য আসর বসে,
উন্নয়নে প্রলয় ঘটিয়ে আত্মখাতায় অঙ্ক কষে।


লক্ষ লক্ষ টাকার বাজেট- অট্রোহাসিতে উড়ে,
বটতলার সে বাউল শিল্পী সংসদ নীড়ে- ঘোরে
সংসদ নাকি পবিত্র স্থান হাট বসে কেন রোজ?
মিথ্যা কথার জয়লাব হয় রাখ কী বিন্দু খোঁজ?


প্রতিশ্রুতির জোয়ার ভাটায়- বাস্তবে নেই কাজ,
বাজেট পাশের বিশাল অর্থ চলছে মারার সাজ
দেশের সকল হর্তাকর্তা -অভিনয়ে তারা- পাকা,
ঈদের সময় মুসলিম বেশ,পূজার মন্ডবে শাঁখা।


পরনিন্দার আসর বসায় - -ভরা সাংসদ লোকে,
দো'অা দরুদে ও কণ্ঠ মিলায় পিতৃ মৃত্যু শোকে।
প্রতি সকালে খুঁজতে ব্যস্ত জায়নামাজের পাটি,
আমজনতা বুঝে গেছে ঢের তাঁর অভিনয় খাঁটি


প্রতিনিয়তই করছে পাচার দেশের সম্পদ পার,
দুর্নীতির এই মহা পাহাড়ে ভাঙছে দেশের ঘাড়।
দেশের অর্থ লুটপাট করে বিদেশ ব্যাংকে রাখে,
দুর্নীতির ফল প্রকাশ হলে শাকদিয়ে মাছ ঢাকে


তারায় এখন হর্তাকর্তা ---- লাল-সবুজের দেশে,
দেশের সুনাম করছে হরণ চোর-ধর্ষকের বেশে।
পরনিন্দার সংসদ ভেঙে, আসবে কখন কাজে,
উন্নয়নের শীতল সমীর -- বইবে দেশের ভাঁজে।