আমি যে এক প্রভাতী ফুল
সকাল বৃক্ষ শাখে,
আমি যে এক শাপলা শালুক
থাকি নদীর বাকে।
আমার ঘ্রাণে সুরভিত
জুইঁ চামেলী হেনা,
শিশির মুকুট ঝরাই আমি
সজীবতায় চেনা।
সোনার আভা বর্ণ আমার
কিরণ রশ্মি ছড়াই,
আমার পাপড়ি প্রতি কোষে
অগ্নি দিয়ে মোড়াই।
প্রভাত ফেরি জাগছে সবই
আমার উষ্ণ তাপে,
তৃক্ষ্ম ছুরি ভাসে যেন
মেঘ প্রহরীর খাপে।
ঝাউ বনের ঐ মাথার উপর
আমার আসন কাঁড়া,
সেখান থেকে পুষ্প ফুটাই
সেটাই আমার ধারা।
আগুন লাগা তপ্ত যৌবন
আমার তৃক্ষ্ম পেশা,
আলো দিয়ে বিশ্ব ভরাই
সেটা আমার নেশা।