নীরব চোখে দেখি আমি
ঘুড়ির জগৎ খানি,
ইচ্ছা ডানায় উড়ছে তারা
সকল ঘুড়ির রানী।


মেঘের উপর বুক ভাসিয়ে
উড়ছে মনের সুখে,
আকাশ ফুঁড়ে উড়তে চাই
নিয়ে সমীর বুকে।


এলোমেলো সমীর স্রোতে
ডিগবাজি দেয় জোরে,
রঙিন ঘুড়ির নীল সমাজে
ভাবনা আমার উড়ে।


সন্ধ্যা হলে নেমে আসে
মালির সুতোর টানে,
ঘুড়ির চক্র দেখে আমরা
শিক্ষা নিই এ-খানে।


রঙিন ঘুড়ি হয়ে আমরা
উড়ছি ভবের বাঁকে,
সময় হলে দেবো সাড়া
মহাজনের ডাকে।


এই দুনিয়া নইতো আপন
বুঝতে পারি সবই,
মরীচিকার পিছে ছুটে
আকঁছি নানা ছবি।