জীবনের কত স্মৃতি ডায়েরির পাতে,
ধুলোর বিন্দু কণায় ডুবে আছে পাঠ-
সুখ-দুখ বিজড়িত ভরে আছে তাতে।
চকচকে শুভ্র পাতে ময়লার চরাট;
ডায়েরির খাতা ফ্রেমে স্মৃতির বসত,
নতো মনে ফিরে দেখি মলিন অধ্যায়ে,
নয়ন কালির জলে ভরেছে সৈকত।
ছেলেবেলা ফিরে পায় ডায়েরির গায়ে।
বর্ণিল এই পৃথিবী সাজে কত ধাঁচে,
স্বার্থের মোহর খুঁজে ক্লান্ত আজ আমি,
সুখ-দুখ বেঁচা-কেনা অর্থশীল কাছে।
একমুঠো স্মৃতি কণা, প্রাণহীনে দামি।
মন চায় ফিরে যাই ডায়েরীর মাঝে,
ধূলোর চরাট তলে সুখ প্রতি ভাঁজে।