উন্নয়নের চাকায়পিষ্ট বাঙালি জাতির আসা,
দেশের চিত্র দেখলে নেত্রে, বন্ধ মুখের ভাষা।
সাতান্নজন সৈনিক খুন পিলখানারই ঘরে,
ইন্ধনদাতা নাটের প্রধান হরহামেশায় চরে।
মুসলিম লাশে রঞ্জিত হয় ঢাকার শাপলা মাঠ,
বিচার কাজের নেই তুয়াক্কা ছাড়েনা নেত্রীপাঠ।
হাজার হাজার মানুষ হত্যা দশ বছরের মাঝে,
মিডিয়াগুচ্ছ কব্জা করে কথার মুড়কি ভাজে।
নারী ধর্ষণ উনিশ হাজার দশ বছরের কালে,
"সুখের হাওয়া বইছে রাষ্ট্রে"বলে নাউয়ের পালে।
খুন-ধর্ষণ রেকর্ড ছাড়ে অতীত থেকেও বেশি,
প্রবাস ভায়ের সম্মান কাঁড়ে জানলে বাংলাদেশী।
কলেজছাত্র গুন্ডা-ক্যাডার মিছিলে অস্ত্রধারী,
জ্ঞানার্জনেও নেই তো মনন শয়তানে অনুসারী।
দিনমজুরের লাশের চিতায় নিত্য করলো যারা,
কেমনে তাঁদের মানুষ বলবো জঘন্য পশু তারা।
রাষ্ট্রের ধন গায়েব করলো কয়লা,বিদ্যুৎ, তার,
শেয়ার বাজার, হলমার্কের নির্দেশ ছিল যার।
হলমার্কের সোনার গয়না এই মৌসুমে তামা,
ঘুষের প্রকট আকাশচুম্বী বোঝেনা বিশ্বমামা।
ব্যাংক ডাকাতি রিজার্ভ চুরি টাকার পাহাড় লুট,
ডেসটিনিরও ফাঁদের চক্র ধরলো টাকার মুট।
প্রশ্নপত্র হচ্ছে প্রকাশ পরীক্ষারই আগে,
জ্ঞানহীনতায় ভুগবে ছাত্র জীবন কূলের বাগে।
মেঘের মতই উঠছে উপর জিনিসপাতির দাম,
আল্লাওয়ালা লোক দেখিলে দিচ্ছে জঙ্গী নাম।
দেশের যুবক চুষছে আঙুল বেকার হবার ফলে,
ভারতী যুবক চাকরি পাচ্ছে বাংলায় তলে তলে।
সব কীর্তন থাকবে বাঁধায় ইতিহাসেরই মাঝে,
চুলচিরা চির বিচার হবেই মনমাঝে সুর বাজে।