ভ্রমণের স্বাদ নিতে এলাম ভারত রাজ্যের তরে, দেখি সাতটার মেইল আসে রাত্রি একটার ঘরে। তবু হাওড়ার ষ্টেশনে যাত্রী পাল্লায় ভারি, কাঙ্খিত ট্রেন নেইত রুটে আছে অন্য গাড়ি। অহর-অহর যাত্রীদল সব হয়েছিলো ক্লান্ত, এই সুয়োগে কত পকেট হচ্ছে সর্ব শান্ত। ঝিকঝিক শব্দে চলে মেইল বিদ্যুৎ শক্তি খেয়ে, হকার কণ্ঠে একাধারে পন্যের গীতি গেয়ে। মেইল গাড়ি পৌঁছায় দিল্লি মাত্র চল্লিশ ঘন্টায়, ভ্রমণ তৃষ্ণা বিলিন হল ব্যথা শরীর মনটায়। মন চাই ফিরি আপন বঙ্গে যেথায় হৃদয় স্থির, পরবাস নই সেথায় আমার চির শান্তির নীইড়। ----------নিউ দিল্লি, ইন্ডিয়া/
View Edit Hist