চারিদিকে একনিষ্ট আত্ততা।
রঁজনবৈচিত্রে মানুষেরা হাটে খেলে গায়।
আধুনিক রায়দানে কত হ্লোদ পায়।


পুরো উর্বী এখন হাতের মোঠোই।
কত লক্ষ্যবিন্ওু ফয়দায় পূর্ণ
পৃথিবীর এই বর্তমান।
যুগ যুগ ধরে আজকের সমৃদ্ধির পেছনে
শত শত বিজ্ঞানীদের অবধান।


গুগল, ইউটিউব,টুইটার,ইমো ফেইসবোক।
ওই প্রান্তে বেরাদর, মূহূর্তে জেনে নেই
কেমন তার খবর।
গৃহে বসে অক্লেশে যায় করা ব্যঁজন শ্লোক।


বলব কি ভাই, সবি পাল্টে গেছে তাই
পেয়েছে সবে আধুনিকতার ছুঁয়া।
মোবাইলফোনে যায় খেলা
ক্রিকেট লুডু জুয়া।


এদিক ওদিক ছুটা-ছুটির নেই প্রয়োজন।
এক ক্লিকে ক্ষণকালে,
তরঙ্গাভিঘাত হয় মূলধন।



রচনাকালঃ-০৯/১০/২০২০।