প্রফুল্লিত সবে আজ এ বিজয়ের দিনে
বিজয় উল্লাসে প্লাবিত সবে।
উচ্ছ্বাসিত সুপ্ত হৃদয়ে বইছে আনন্দের নহর।
লাখো শহীদের তাজা প্রাণ,এক সিন্ধু রক্তের বিনিময়ে
স্বোপার্জিত, আজ পূর্ণ হলো ৫০টি বছর।


প্রকাণ্ড সাহস জুগিয়ে বুকে, বীর মুক্তি সেনারা দাঁড়িয়েছিল হানাদারের রুখে।
তখন ছিলাম পরাধীন, আজ হলাম স্বাধীন।
আজ যে মোরা দেশে,মিলেমিশে  আছি বেশ।
বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত এই স্বাধীন বাংলাদেশ।


এই দিনে  সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পন করেছিল হানাদার।
সব শহীদের অবদানে।
তাঁদের রক্তের ঋণ, কোনোদিন
পারবোনা জানি করতে শোধন,
যে দিনটিকে বিজয় বলে জানি
এ দিনের নির্মম কাহিনী ,নবীন তরুন-তরনী,
তোমরা তা দেখনি,  হারিয়েছে কত  মা-বোনের সম্ভ্রম।


তোমরা দেখোনি হানাদারের নিষ্করুণ অত্যাচার.
তোমরা শুননি তখনকার,সন্তান হারানো মায়ের
বক্ষ ফাটানো বেদনার চিৎকার!
আমিও দেখিনি মমতাহীন,হৃদয়হীন নিষ্টুর নির্দয় হানাদার বাহিনীর বেবিচার।
কত যুবক নিজেকে করেছে বিসর্জন,
স্বদেশকে করে বিভ্রম।


আজ এই বিজয়ে মুখরিত  মধুমাখা গানে অক্রূর প্রচ্ছন্ন হৃদয়ে।
আনম্র শ্রদ্ধাভরে  তাদের স্বরণে যুগল চক্ষু বোজে বিনয় ভরে প্রার্থনা করি খোদার দরবারে।
হে দয়ার সাগর দয়াময়  রেখো ভালো তুমি  তাদের ও-ই  পরপারে।


কবিতাটি ১৬ ডিসেম্বর আসার আগেই প্রকাশ করলাম....
আবরও বিজয় দিবস নিয়ে নতুন কবিতা প্রকাশ করবো ১৬ ডিসেম্বরে