আজ স্বর্গের হাওয়া যেন বইছে মোর গায়।
বৃক্ষের পাতা পড়ছে ঝড়ে মস্তকে মম হায়।


উড়ছে ঘুড়ি,নদী তীরে ভাসছে তরী,
পাখি উড়ে, আপন ঘরে, যাচ্ছে ফিরে সন্ধ্যায়।
আইল ধরে ক্ষেতের পরে,হাটছি অহং গুটি গুটি পায়।


অন্ধকার আসছে ধেয়ে,সূর্য গেল লুকিয়ে,
হঠাৎ শিয়ালের হাঁক।


আর না যাই বরং,কিছুটা সামন,
এই অন্ধকারে,থাক তবে থাক।