আজি বসি গগন ভাগ্যগ্রহ শশী
এক দৃষ্টে চেয়ে দেখি
হারিয়েছে তাহারা আপনার বর্ণ
তাহাদের রাখিছে মেঘে ঢাকি
আমি বিস্মিত হইয়াছি তাহা দেখি
সেথা মেঘে মেঘে হচ্ছে ঘর্ষণ
অচিরে হইবে বুঝি বৃষ্টি
মূহূর্তে গেল পালটে মোর দৃষ্টিকোণ।


ধাঁ করে কে যেনো বলিলো মোরে
অত্র তোমি থেকো না গো যাও ঘরে।
ইহা শুনি অত্যুষ হলো মোর কর্ণ
প্রত্যুত্তরে তাহায় বলি ওঠি,
আমি যাবো নাগো আজিকে আমার বাটী।


হেথা বসি দেখিব আমি মেঘেদের খেলা
আজ বাদলে ভিজিতে চাই গো ফুরাইয়ে যাক এ বেলা
আজিকে এ বৃষ্টিতে অবগাহন করে ভুলিবার চাহে মন,বেবাক ক্ষুন্ন।


আজিকে মেঘেদের সাথে মোর বোঝাপড়া,
আজকেই মোর পালা মিটাইতে
মনের সকল খরা।


১৯/৫/২০২০।
"""""""""""""""""""""""""""""""''''''''''''''