আমার দিন সুখে কাটছে
আল্লাহর মেহেরবানী
শান্ত জীবন শান্ত মন
নহে মন মোর অভিমানী
সরল মনে থাকি সদা দেয়না কেহ বাধা
যারা বলে পাপের পথে আছে আলো
তাদের জীবন কাটেনা ভালো
পারেনা হইতে তারা খোদার প্রিয় বান্দা
গজল শুনতে লাগে ভালো মোর
একা নিরিবিরি।
শীতল করে মোর বুকটারে গজলের সুরে
কলরব আর স্বপ্নসিড়ি।
ডুল বাজনায় হয়না গজল শুনরে সব পাগল।
বাজনা ছাড়া গাইলে গান
আল্লাহর যত গুণগান
তাতে হয় মনটা শীতল।
মাদ্রাসার ছাত্রদের দেখো
তাদের থেকে শেখো
মাদ্রাসার ছাত্রদের লেবাস দেখে
লাগে অনেক ভালো
মাদ্রাসার ছাত্ররা এই পৃথিবীর আলো
মাদ্রাসায় সেখানো হয়
আল্লাহর পথে চলো
আল্লাহর জিকির পুড় যদি
হবে দূর মনের সব কালো
প্রদীপ দেয় আলো দূর করে অন্ধকার
আল্লাহর নাম জপিলে লাগে ভালো
জপ শত শতো বার।