সবুজ মাঠ হলুদ ফসল
তোমার বুকে বয়ে চলে
তেরো শতো নদীর জল।
তোমার দক্ষিনা হওয়ায়
মাথাল করে আমায়
মনটাকে করে নিরুদ্দেশ
তোমার রূপের নেইকো শেষ
ওগো আমার বাংলাদেশ
তোমার অপরূপ প্রকৃতি দেখে মোর আখি
ইচ্ছে করে মন ভরে
তোমার প্রকৃতির ছবি আকিঁ।
মেঘের ছায়া  রাতের কালো
সূর্যের আলোতে তোমার রং মাখি
তোমার কোলেতে মাথা রেখে
গাই গান মনের সুখে।
পূর্ব দিকে রাত শেষে ভোর
আকাশে সূর্য হাসে
ভোরের আলোয় রকমারি পাখি ডাকে
শিমুল তুলা গাছে।
পুকুর বিলে নদীর জলে,খেলে কত মাছ
কৃষক ভাইয়েরা ফসল ফলায়
তোমার বুকে করে জমি চাষ।
তোমার মাঝে বিরাজ করে ছয়টি ঋতু
তোমার বুকে নদী বয়ে চলে তেরো শতো।
পাখিরা গায় গান জুড়ায় মোর মন প্রাণ
গাই মোরা তোমার নামে সান
তুমি লাখো শহীদের রক্তে গড়া
আমার সোনার বাংলাদেশ।
তোমার প্রতি ভালোবাসার
নেইকো আমার শেষ
তোমার কারনে
হয় যদি আবারও রক্ত দিতে
থাকবে না দু:খ তাতে
তোমার গুণের নেই যে শেষ।
তোমার তরে ভালোবাসা মোর
চাই রেখে যেতে
যেদিন যাব চলে আমি না ফেরার দেশ।