আমি চেয়েছিলাম হবো তোমার প্রিয় গোধূমবর্ণ।
আমি চেয়েছিলাম হবো তোমার মন আকাশের নীল।
তোমি বলেছো তোমার সে আন্তরীক্ষ,
নীল রঁজক পূর্ণ।


চেয়ে ছিলাম, হব আমি সূর্য,আর তোমি হবে সূর্যমুখী।
আমি চেয়েছিলাম হবো তোমার আপন বনের ময়ুর।
আমি চেয়েছিলাম হবো তোমার কোমল ভুজের কেয়ুর।


আমি চেয়েছিলাম হবো তোমার প্রিয় পীত আদল।
তোমি ভুল করে নিগ্রো ভেবে, নিরতিশয় অননুরাগ করে করেছো বদল।


আমি চেয়েছিলাম তোমার গবাক্ষে দাড়িয়ে দেখা চন্দ্র হব,
যা দেখে তোমি বিমুগ্ধ হবে।
আমি চেয়েছিলাম,তোমার বৃত এমন  গল্প হব,
যে গল্পটা তোমি বারমাস মনে রাখবে।


রচনারনাকালঃ-২৪/০৯/২০২০।