আমি আর নীল দেখি না,
শুধু ঘণ কালো মেঘের আকাশ দেখি।
শাপলা তুলতে জলে নামি না,
শুধু শাপলার ঘ্রাণ শুঁকি।


ফুলে ফুলে উড়ে মধু খাওয়া প্রজাপতি
  চোখে ভাসে না।
অন্ধকারে দ্বাড়িয়ে থেকে,
ধরত্রীর বুকে জোনাকির প্রদ্বীপ ছাড়া
আমার কিছুই নজর কারেনা।


দেখি না ঝাঁক ঝাঁক সারসের
বিলের কূলে বসে থাকা,
আকাশে উড়তে থাকা পাখির পাখা।
ডানা ঝাপটানো শব্দ কেবল শুনি।


বিমল শব্দ গেছি ভুলে,ছায়াতলে নির্জনে
বৃক্ষ ঘেঁষে দ্বাড়িয়ে থাকি,
কিন্তু বৃক্ষের মুকুল দেখি না,
কারোর কিছু শুনি না
কিছু বলিনা
থাকি আমি মৌনী।