আমরা ভুলিনি, ভুলিনি বুলেটের দপ দপ শব্দ।
আমরা ভুলিনি বাংলার সোনার মাটিতে পড়ে থাকা লাশের উপর লাশ।
আমরা ভুলিনি লাখো বীরের যুদ্ধে এগিয়ে যাওয়া দেশের জন্য জীবন ত্যাগ করে আর রাইফেল হাতে, বুকে সাহস নিয়ে হানাদারদের করেছিল যারা জব্ধ।


আমরা এখনো রেখেছি স্মরণে যাদের প্রাণ ত্যাগে পেয়েছি আমরা  সোনার মাটি নতুন দেশ সবুজ বৃক্ষের অক্সিজেন আর নির্মল বাতাস।
বাংলার খাঁটী মাটিতে মাখা তোমাদের প্রাণলাশ
সাবাশ বুদ্ধিজীবিরা সাবাশ।


তোমরা ভয় করোনি বুলেট বোমা আর নিকৃষ্ট হানাদার।
তোমাদের তাজা প্রাণের বিনিময় পেয়েছি এক নতুন বাংলা ব্যাভার
আজও বাংলার নভশ্চরে বেসে আছে লাখো বীরের হুংকার,


তোমাদের স্বরণ করে গর্বে বুক ফেটে যায়, চক্ষু ভেজায় কাঁন্নায়!
তোমাদের স্মৃতি গেথে আছে হৃদয়
রাখবো তোমাদের স্মরণে শত জনম অনিবার।

রচনাকালঃ=১৬/১২/৩০২০