যখন তখন বৃষ্টি হয়
আসে যখন আষাঢ়
আকাশেতে মেঘের ছায়ায়
হয় তবে আধাঁর।
ঘ্যাঙর ঘ্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ
ডাকে তখন কুলা ব্যাঙ।
বৃষ্টি মেয়ে আসে ধেয়ে
তার আগেই নাকি হয়
সোনা আর কুলা ব্যাঙের বিয়ে
জলাধারের কিনারায়
পুরুষ ব্যাঙ কুলায়
যায় গান গেয়ে।
কখনো জলাশয়ে দেয় ডুব
ক্ষাণিক আবার থাকে চুপ।
শত্রুর কোনো আভাস পেলে
লাফ মেরে পালায় জটপট।
বিরক্ত হলে ঘ্যাঙর ঘ্যাঙ না বলে
করে তখন কট কট।