আয়রে খোকা আয়
ডাকে তোর মায়।
অবুঝ মনে কহে খোকা
মা আমার পাবে না দেখা
যদি না দেয় আমায় টাকা।
স্কুল হলো ছুটি আমার।
রাখলে না তো কথা তোমার!


কথা ছিল,টাকা আমায় দিতে।
স্কুল শেষে ছুটবো মাঠে,
খুশি হবো তাতে।
টাকা ও পেলাম না
মনে আনন্দও এলোনা।
কেঁদে কেঁদে বলল খোকা দুখে।
মা এবার, ৫টাকা হাতে রেখে।
ডাকছে খোকা আয়রে বুকে।


খোকা এবার ঘরে আসে
টাকা পেলো অবশেষে।
তবে এখনতো খোকা খুশি তুই?
ভাত খেয়ে পড়বি বই।
আমি এখন পড়বো না
ঘরেও মা থাকবো না
বইও মা পড়বো না।
ইশকুল মাঠে খেলবো খেলা
ফিরবো আমি গোধূলি বেলা।
০৮/০৪/২০২০।