বৈচিঁ ফলের মালা দিব,যদি কোনো একজন
আপনা মনে আগ্রহী হইয়া বলে আমি নিব।
যদি কোনো সজল পতত্রী বলে, আমি প্রতিক্ষায় থাকিবো ওই দূর বিলে,তুমি আসিয়া আমায় দিয়া গেলে,আমি বরণ করিবো
সে বৈচিঁ মালা।
যদি এসো তুমি শেষ হইবার আগে এই বেলা।
আমি আপনা মনে যাব সেথা,নিস্বার্থে বলিবো কথা,তাহায় আপনা হাতে পড়াইবো সে মালা।