চারিদিকে ঘোর অন্ধকার,ভয়ে সবে কাতর,সাধ্য হয় না বাইরে যাবার।শ্রেষ্ট মাখলুক আজ বন্দি খাঁচায় খাঁচায়।ভয়ে ভয়ে দু:খে সবার দিন কাটে।মুখ ফুটে না বুক ফাটে।সজল হরিণ যেমন প্রাণ হারায় বাঘের হিংস্র থাবায়।মানুষও তাহার সদিচার জীবন হারাচ্ছে করোনায়।পৃথিবীটা কেমন যেনো আজ নিস্তব্ধ।
পাখিরা ঠিকই আকাশে উড়ে বেড়ায়।
প্রকৃতিরা যেনো আগের মতো আর করছে না আলিঙ্গন।
কেমন যেনো হয়ে গেছে সব কিছুই আজ শান্ত।
ক্ষৌণী আজ এমন হবে সে কে ই বা জানিত।
বাহির হতে ভয় জাগে যেনো আগুন দগ দগ করছে, পা বাড়ালেই ছাই।
যেনো নূতন কোনো হিংস্র প্রাণী এসেছে।
আজ সিন্ধু নদী পাশা পাশি চুপ চাপ বসে আছে।
শতো কোটি চোখ জুড়ে শিশির বিন্ধু।