বর্ষা এলো,বৃষ্টি হলো
গাছ গাছালির পাতা ভেজালো
ক্ষেত মাঠ ডুবাইলো জলে
সমারোহ ভেসে ফুটবে এবার বিজয় ফুল
শাপলা ফুল জলে বিলে।
আসিবে গাছে গাছে নব কিশলয়
পাবে ফিরে প্রাণ নব চারা গাছ
ধুম বৃষ্টির ছোঁয়ায়


গাছে গাছে গজাবে আগাম পাতা
ঝির ঝিরে বৃষ্টিতে হবো বের
সঙ্গে নিয়ে ছাতা।
গগন জুড়ে বিদ্যুৎ চমকায়
ঝড় হাওয়ায় ছিন্ন পাতা উড়ে যায়
আহারে কি মায়ায়।
দিক বালিকার ভাসানো মেঘের ভেলা
মনটা আনন্দ বানে বৃষ্টিতে করিতে খেলা।
ঝড় বৃষ্টিতে ছোট ছোট ছেলে মেয়ে
আম পাড়ায় আম কুড়ায়।


বাবা মা দেয় বকা
বাইরে এখন যাসনে খোকা।
দেখি আমি ছোট ছোট
ছেলে মেয়েদের তামাশা
কেহ আম কুড়াতে যায় সঙ্গে নিয়ে কাচাঁ।
মাঝে মাঝে বল বেগে ঝড় এসে
ভেঙে দেয় পাখিদের বাসা
কখনো টুপুর টাপুর বৃষ্টি নূপূর
ঘরের চালে শ্বব্দ করে
যেন শুনায় মোরে গান অমায়ীক সুরে।
বর্ষার ছোঁয়ায় কদম তলায় বাজায় বাঁশি
তুমি বর্ষা এলে তাই দু:খ ভুলে
প্রাণ খুলে হাসি।
৮/০৩/২০২০।
"""""""""""""""""""""""""""""""""""""