অসাধু কিছু নর নোংরা  দৃষ্টিতে তাকালেই কিছু নারী অবিতথ প্রণয় ভেবে সাহচার্য হয় তাদের সাথে।


আমি নারীদের হ্রস্বতর চোখে দেখিনি,
বনিতারা  নিজেদের সম্ভ্রম নিজেরাই করছে হানি।


কিছু রমনী বিকৃত নিরন্ন কিছু পুরুষদের নোংরা  ইশারায় সায় দিয়ে তাদের ইস্ক্রুতে অনায়াসে আটকে ঠিক বেঠিক ভুলে গিয়ে অসাধুকে ঋষি ভেবে বিধ্বস্ত হয়  ধ্বংশের হাতে।


বর্তমান অধিকল্পে ভালোবাসা হয়ে ওঠছে রিরংসা।
ভালোবাসা হয়ে ওঠছে  নারীদের দেহ শোষার মন্ত্র।


যে ছেলেটি সত্য ভালোবাসা চায় নারীর দেহের প্রতি প্রেমান্ধ নয়,
এই যুগে ভালোবাসা তার অকৃতী।
যে ছেলেছি নোংরা দৃষ্টিতে তাকায়,নারীরা বুঝতে না পেরেই দিয়ে দেয় তার প্রেমের স্বীকৃতি।


ভালোবাসা শব্দটা এখন পচে গলে গন্ধ চড়াচ্ছে,
আর এই গন্ধটাই মানুষের কাছে দয়িত হয়ে ওঠছে
কোনটা বিকৃত ফ্যান্টাসি আর কোনটা সাঁচা ভালোবাসা মানুষ আজ ভুলে যাচ্ছে।