রিমঝিম বৃষ্টি নুপুর,
রোদ হীন স্নিগ্ধ দুপুর,
আজ লুক্কায়িত রবি।
নিরস্তে- আত্মগতে
লিখছেন চড়া,কবি।


পাখ-পক্ষির নেই সাড়া,
বৃক্ষ-তরূর নেই নাড়া
নামলো হঠাৎ বাদল।
টিনের ঘরে শব্দ করে
পড়ছে অবিরল জল।


পড়ছে পানি শালুক পাতায়
বিলের জলে শাপলা ফুলে
আর পাখির বাসায়।
চড়ুই,বাবুই কই যেন লুকিয়ে
বন্দী খাঁচায় চটপট করে ময়না টিয়ে।