চড়ুইভাতি, খেলবে নাতি,
খেলার সাথি, হইবে দাদী।
আরো অনেক খেলবে সোনা
পাড়ার কিশোর,ছোট্ট মনা।


হচ্ছে যেন বিয়ে-শাদি
বইছে যে এক,আমোদ নদী।


একে একে  বললে ডেকে
সবাই মিলে,দলে দলে,
বের হয় তবে, লাকড়ির খোঁজে।
লাকড়ি ছাড়া,রান্না করা, হবে না যে।


চুলোই আগুন, ধরালো তবে,
ধমকা বাতাসে গেল নিভে,
ঝটপটে তাই সবাই মিলে
চুলোইটাতে, ঘেড়াও দিলে।
রান্না শেষে,,সবাই বসে উল্লাসে তে
থালা হাতে,পাটি পেতে, বসল খেতে।