হীমের আগমনীর বার্তা বয়ে নিয়ে এল হেমন্ত
চারিদিকে বাতাসে ছড়িয়ে বেড়ায় পাকা ধানের মৌ মৌ গন্ধ
পাখ পাখালির মুখে শুনছি হেমন্তের গান।
ধান কাটার ধুম পড়েছে এবার কাটছে কৃষক ধান।
ধান ও ঘাসের ডগায় আলগোছে পা ফেলে নামছে কুয়াশা।
সারাদিন ধান কঁাধে বহন করে বাড়ি আনে
নব খোরাক দেখে ভুলে যায় দুঃখ কষ্ট সকল চাষা।
কৃষকের মুখে মুখে দেখা যায় অনাবীল সুখের হাসি।
বিপথে-প্রান্তরে ঘাস ফুল ফুটে কত রাশি রাশি


নতুন চাল গুঁড়ো করে প্যাটিস বানিয়ে কুটুস্বকে আপ্যায়ন।
ভীষণ ভালো লাগে যখন ধানের ছড়া সামনে রেখে করি পরিশীলন।
কৃষক ভাইদের বাড়ি বাড়ি গুলা  ভরা ধানে।
নবান্ন উৎসবে মেতে উঠে সবে স্বচ্ছ প্রাণে


রচনাকালঃ=০৮/১২/২০২০।