করিও না মোরে পরাকরণ
আস্থান করিয়া মোরে করে নাও বরণ
কেন রয়েছো দূরে মোর দৃষ্টির বেমালুম?
এই মন সইবে কত আর জুলুম
আমায় ছেড়ে কেন গেলা দূরে
হইলা চোখের পশ্চাদভিমুখ?
একটাবার এসো না দেখে যাও না মোরে
তোমায় ছাড়া শূন্য আমার এই বুক
তোমায় ব্যাতীত মনটা মোর দেউলিয়া
কেন দিলা মোরে তীর হারা
অথৈ সাগরে ভাসাইয়া?
তোমার মনেতে দাও না মোরে
একটুখানি ঠাই!
চলনা দু-জন মিলে রাগ ক্রোধ
অভিমান ভুলে বসন্তের হাওয়ায়
উইড়া ভেড়াই।
আমার মনের রাজ্যে অনুপ্রস্থ করিয়া
দেখে নাও রেখেছি তোমারই জন্য
কতটা ভালোবাসা লুকাইয়া।
তোমায় ছাড়া রিক্ত হৃদয়
করিও না আর অবমাননা আমায়।
এসো না তুমি এসো না মোর জীবনে
আবার ফিরিয়া।