কি করছো তুমি!সে দু:খ তার হাত ধরোনা!
আরো কিছুটা এগিয়ে যাও, সামনে যাও,
সুখ পেয়ে যাবে, তখন তার হাত ধরো!
আরে কি করছো! সে দু:খের নিপুন ছদ্ধবেশ
অনুশোচনা,সাবধান তার হাতে হাত রেখো না।
তোমার বক্ষ দু:খের নকরাঘাতে ছিন্নভিন্ন হবে
রক্ত গলগল করে ঝড়বে।তবুও দু :খকে বুকে স্থান দেবে না।
দু:খকে প্রশ্রয় দিও না- শান্তিতে বাচঁতে দিবে না।
আরো এগোও সুখের সন্ধ্যানে পথ ধরো।
কি করো কি করো তোমি!
আবারও করছো ভুল!
সেও দু:খ, সাবধান তার সাথে আলিঙ্গন করো না, সে তোমায় বাচঁতে দেবে না, অশান্তিরও পাবে না কূল।
সাবধান আর যেনো করোনা ভুল
পা চলছে না বুঝি! এইতো আর কিছুটা সামনে, তোমি পারবে -পা বাড়াও,এইতো তোমি পেরে গেলে।
এতক্ষনে আসতে পারলে দু:খকে পিছন ফেলে।
এখন তার হাত ধরো-
তার হাত ধরে যত দিন বেঁচে থাকা যায় বাঁচো,হাসো আনন্দ করো নাচো যা ইচ্ছে তাই করো।