গগন তপন,অবনী করে কিরণ
নানান রঙে রঙিন রঙ্গন
সুকুমার করিয়াছে এই ভুবন।
এই সুতনু ধরাধাম।
মনুষ্য ধরত্রীতে আজাদ থাকিতে
করিয়া যায় কতো সংগ্রাম।


ভবের হাটে রঙের মানুষ
নানান তাহাদের ঘর
প্রাণ পাখি উড়িয়া গেলে
স্মৃতি গুলা যায় ফেলে
আত্মার যে হয় না মরন।
হয় দেহের মর
আবেগ অনুভূতি,প্রেম ভালোবাসা প্রীতি
আছে বলে মানব সমাজ এতো সুন্দর।


বৃক্ষের সজীবতা তাহার পল্লব
মানুষ ছাড়া ভবে সব সুলভ।
শৌখিন সমাজ গড়িতে
প্রয়োজন সংহতি
স্রষ্টা বিহীন হতো না কিছুই
পাবন ভুবন জন,জীবন ক্ষিতি।
যিনি এক অদ্বিতীয়,
তিনি হলেন খোদা প্রিয়।
সৃষ্টি সকলের নৃপতি।
০১/০৪/২০২০।