পেয়েছি এক স্বাধীন কেতন
তবুও আছে এই বুকে পুরাতন বেদন
আজও যেন শুনা যায় ইজ্জত হারা
সন্তান হারা ঐ মা বোনেদের ক্রন্দন।
গুলির আঘাতে কত ভাইয়ের বুক
হয়েছে ঝাঁজরা হয়েছে ছেদন।
রক্তে শিক্ত পতাকা লাল সবুজে আঁকা
দেখো দেখো উড়ার চলে
বাংলার কেতন বলে
শহীদের রক্ত আমার বুকে মাখা।
আমার বুকে লুকিয়ে সব
আছে একাত্তরের কলরব
ওরে তোরা কি ভুলে গেলি সব?
যাসনে ভুলে কেতন বলে
হানাদারের অপরাধপ্রবণতা
ওরে নব যাত্রী নবীন যাসনে ভুলে কোনো দিন হানাদারের বর্বরতা।
শুন হে নূতন তরুণী তরুণ
ঐ দিনটা ছিল দূর্বহ করুন।
লক্ষ ভাইয়ের তাজা লহু প্রাণের বিনিময়
পেয়েছে একাত্তরের বিজয়।