ফিরে এসো তুমি,খোঁজি তোমায় আমি,এসো একবার  ফিরে।
জমানো কথা বলবো তোমায়,রেখেছি পোষে যত  অন্তরে।


একবার এসো ,রূপকথা বলি,আর রিকশায় চড়ি এক সাথে।একবার এসো গোধূলির বেলায় কিংবা আলোভরা জ্যোৎস্নার রাতে।
একবার এসো..সবুজ শ্যামল মাটে,হাত ধরে হাটি গ্রামের কাদা মাখানো পথে।


একবার বলো আসবে,আতপ্ত রবিকরে হেটে যাব মরুভুমি।


ঝিলের দ্বারে ওই পুকুর পাড়ে  চল একটিবার বসি।
মনের আকাশে কৃষ্ণ নীরদ  জমেছে বিদ্যুত চমকায়ে ডাকিলো নাশি।


ঠিক  তোমাকেই খুঁজছি,তোমাকেই বলছি
যার জন্য এত কিছু লেখা,
শস্যক্ষেতে দাড়িয়ে,আকাশ পানে তাকিয়ে ভাবছি আমি কার জন্যে এত অপেক্ষা!