ফুল কাননের মধ্যে দাড়িয়ে একটি মকুল
ভীষণ ললিত অঙ্গ বিন্যাসে মৃদু বাতাসে,
দুলছে যেন হস্তিনীর গৈরিক কর্ণকুণ্ডল।


ঝাঁক ঝাঁক মৌমাছি ঝাঁক ঝাঁক প্রজাপতি।
স্বীয় মনে উড়ছে তারা দিচ্ছে ফুল বনের সঙ্গতি


জোনাকিরা ঝলমলে বাতি জ্বেলে সায়াহ্নের বেলা।
নিষ্প্রভে দাঁড়িয়ে থেকে দেখি ব্যোমে লাখো তারার মেলা।