ভোর হলে,চোখ খুলে
সূর্য্যি মামার ছুঁয়া,
শিমুল গাছে মৌচাক,
ডালে বসে ডাকে কাক।


গৃহ-বাড়ি,শহরের মতো নয় সারি,
নয় অত টাকা-কড়ি।
অট্রালিকা বড় বড় গাড়ি।


পল্লি-সমাজে ভিন্ন রুসুম,
পোষা কবুতর ডাকে বাকবাকুম,
চুলোতে কারোর জ্বলে আগুন,
ভেসে আসে ধূয়া।


গ্রামীন সকাল ভিন্ন মানের,
খুব ভোরে, রম্য সুরে,
আসর জমে পাখির গানের।
মুগ্ধ করে প্রাণ বাসন্তী হাওয়া।