তুমি নজরুল তুমি কবি বিদ্রুহী
আমাদের মাঝে আজও আছে
ছড়িয়ে সৌরভ তোমার হৃদয়গ্রাহী।
কেমন ছিল তোমার লেখনী প্রতিভা
তোমার হস্তাক্ষরে পাই খুঁজে বিদ্রুহী আভা।
তোমার লেখার তারিফে মনোমুগ্ধতায়
চিত্ত হারাই খুঁজে বেড়াই
তোমার কবিতা সভা।


তুমি নাই, নাই, তাই, তুমার নূতন
পুস্তক আর নাহি পাই।
তুমি পরপারে গেলে তাই,
খুঁজে নেই তোমায় কবিতার পাতায়।
তুমার নূতন লেখা পাই না আর দেখা
তুমি যে আর বেঁচে নাই
হে নজরুল তোমার নূতন হস্তাক্ষর
পাবো কোথায়?


তোমার লেখা কত বই পড়ে পড়ে
পড়ার টেবিলে ঘুমিরে রই
তুমি কই হে নজরুল তুমি কই?
তুমার লেখা কত বই
অগ্নীবিনা- যুগবানী- সাম্যবাদী, ভাঙার গান
মরুবাস্কর, রিক্তের বেদন, ব্যাথার দান।
ওই বই পড়িয়া করিয়াছি তোমায় সন্ধ্যান।


তুমি বিষম কবি তুমি কবির জগতে রবি
তুমি কবি বিদ্রুহী তুমার হস্তাক্ষর
হৃদয়গ্রাহী
তুমি সাহিত্যিক খ্যাতিমান
করি তোমায় সম্মান হে নজরুল
করি তোমায় সম্মান।