আমি যাবো হারিয়ে তোমার তরে
হে নীলাকাশ।
চাহে না মন সইতে পিরিতের কঠিন জ্বালাতন
প্রকৃত ভালোবাসার দেয় না দাম
এই ভুবন
আমি তোমার পানে করিব অখ্যায়ীকা
নিজ মনের সনে একা নির্জনে
হে নীলাকাশ।
স্বার্থের এই ভুবন পূর্ণতা পেলো বিরহ বেদন
আমারই জীবন
প্রেমের জলযান বেয়ে বেয়ে হারাইয়াছি সব
দেখে না কেহ মনের আড়ালে
লোকানো ক্রন্দন।
কতটা কষ্ট যাতনা এই দহন আর কাটে না
মন যে আর মানে না আমি চাই হারাতে
নিজেকে তোমার তরে
হে নীলাকাশ।
যাহাকে বেসেছিলাম ভালো মনে প্রাণে
সেত বুঝেনি ভালোবাসার মানে।
তোমার চাঁদ তারার সাথে মিশে যাবো
গল্প করিবো মন হারাবো
দু:খ সব মনের যাবে উড়ে।
আছি আমি এই ভুবনে ভাঙা রাস্তার ণীড়ে
মনের কষ্ট বেদন বলিব বলো কাহারে?
বাহারে বাহারে বিশ্বাস করিলাম যাহারে
সেতো ভুইলা গেলো মোরে।
কষ্টের তরী বেয়ে বেয়ে আমি যাব বলো কোন গাঁয়ে?
আমি চাই যেতে চাই তোমার পানে
যেন পায়না কেহ খুঁজে মোরে এই ত্রিভুবনে