কোন একদিন হঠাৎ হারিয়ে যাব,
কাকেরা ডাকবে বাড়ির আমগাছটায় বসে।
আতর, গোলাপ,বড়ই পাতা,আনবে কেহ,
নিথর হয়ে থাকবে পরে আমার দেহ।


হঠাৎ কেউ আর খুঁজে পাবে না আমায়।
থাকবে না কেউ আমার সমাধির পাশে।


স্মৃতির পাতা চার পাশে উড়তে থাকবে।
হয়তো কোনো সন্ধ্যায় ঝি ঝি পোকার ডাক শুনবে।
কিংবা  ঘুটঘুটে অন্ধকার নক্তে আমায় মনে পড়বে।


শরতের মনোরম কাশফুল,আর সুশোভিত পদ্মফুল
বিলের জলে শাপলা বর্তমানের ন্যায় হাজারো ফুটবে।


পৃথিবীতে গলে পড়া জ্যোৎস্না রাত,মায়াবী চাঁদ, তোমরা দেখবে,
হয়তো সেদিন আমি থাকবো না, কেবল আমার স্মৃতি গুলো পড়ে  রবে।