টাকা নাই পয়সা নাই আমি যে ভাই বেকার।
এটা কিনবো সেটা কিনবো, সাধ্য যে নেই কিছুই কেনার।
ওকে চিনবো তাকে চিনবো,নেই প্রয়োজন কাউকে চেনার।


বাড়ি করবো,গাড়ি কিনবো, গড়বো সৌম্য ক্যারিয়ার
এমপি হব,মন্ত্রি হব,হব নভোচারী।
খুব আনন্দে, মনের সুখে দিব আকাশ পাড়ি।
দেখবে সবাই অবাক হয়ে,ভিগ্নতা সব গিয়ে টুটিয়ে।


ভয়েরা সব যাবে লোকিয়ে,কবে হবে এসব কবে?
কবে নিশ্চল চঞ্চল হবে উন্নতি।
ভুলের রাজ্যে নির্ভুল হব, করব শুদ্ধ সকল ভ্রান্তি
হাঙ্গামার  দেশে নিরবতা হব,কাছে টানব সকল সস্তি।
নদী দেখবো পরবত দেখবো, দেখবো পাহাড়পুর।
দেখা হবে না, সবি থাকবে কি অজানা?
শুনাবে কত আর আতঙ্কের সুর।