আমার পাড়ায়
এমনে দড়াই
কথার ওপর কথা।
করব ঝাটাই,দেব দুলাই
তুলব পিটনি জুতা।


সাহস কত, আমার মত
নেতার গায়ে হাত
পুলিশ ডাকব
জেলে দেব,ভেঙে দেব হাত।


চেনা নেই,তোর জানা নেই
কেমন আমার ক্ষমতা।
দারোগা ওসি,এলাকা বাসি
আমার কথায় নাচে
আমার টাকায়,
আমার পয়সায়
খেয়ে-দেয়ে বাঁচে।


রেহাই নেই তোর,
ফিরবিনা ঘর।
মেরে দেব এখনি।
এমন কথা শুনে যে তার,
ওঠল লোকটার কাঁপনি।


+বাকি অংশ পরবর্তিতে প্রকাশ করা হবে