কখনো এমন হয় যেন কিছুই বুঝি না
কখনো এমন হয় যেন দেখেও দেখি না।
কখনো বা যদি ধরি সরণি,
মনে হয় যেন আধাঁর আসিয়াছে ঘণি
ভারী অদ্ভুদ জানী,মনুষ্য জীবনী।


কখনো রাখি যদি কারো চোখে চোখ
যদি হয় মেয়ে, যায় না থাকা চেয়ে, কেন জানি ধরফরিয়ে ওঠে আপন বুক


কখনো আবার এমন হয়,যেন আমিই সব চেয়ে দু:খি।
কখনো মনে হয়, আমার মতো নেই কেহ সুখী।


কখনো মনে হয় সবার মাঝে আমি এক গভেট
কখনো মনে হয়, পাই যদি কোনো ভেট,সঙ্গে পানভোজন,দিত যদি কোনো স্বজন তবে শান্তি মিলিত স্বীয় পেট।
২৯/৭/২০২০।
""""""""""""""""""""""""'""""''''''''''''''''''''