সোনালী রোদে ঢেকে গেছে সবুজ ফসল।
ফড়িঙের খোঁজে হাল ছাড়েনি শালিকের দল।


জোতদার, কয়েক-বার,
ক্ষেত তার ঘুরে ফিরে দেখে।
ফসল আরও ভালো ফলাতে,
সার নিয়ে যায় ক্ষেতে,
   আপন বাঁকে।
ভোরের আলো যখন লুকোচুরি খেলে।
   এরও আগে যায় চলে,
স্নিগ্ধ হাওয়ায়, ধান ক্ষেতের তীরে
গরু, ছাগল, ভেড়া,ক্ষেতের এদিক ওদিক ঘেরা
লাটি নিয়ে দৌড়ানি দেয় কৃষক ভাইয়েরা।


লুঙ্গি পরে, আটঘাট করে কাছা দিয়ে
কেউ বা সন্ধ্যায় হালকা অন্ধকারে,
পানি সেচ দিয়ে বাড়ি আসে ফিরে।


কৃষকের কাজ দিন দিন হয়ে ওঠে রাজ।
ক্ষেতের যত্নে ভীষণ চতুর, তাদের আন্ধাজ।