লক্ষী মেয়ে খেয়ে-পরে
ঘুমুতে যাবে আজ।
এমন করে কাঁদলে লোকে
বলবে নেই তার লাজ।


কাঁদে না খুকী,আমার লক্ষী
আদুরে ময়না পক্ষী।
শব্দ শুনে আসতে পারে
ভূত-ভয়াল ঝক্কি।


এইতো খুকী চুপ করেছে
চাঁদের দেশের বুড়ী।
এইতো খুকী ভাত খেয়েছে
আম্মু আমার হুরি।