মম চিত্তে দু:খের হেতু
আখি জলে নদীর কোলে না পারিলাম
গড়িতে একখানা সেতু।
দু:খে অভিমানে আঘাত হানে
চিত্ত বনে স্বপ্ন বুনে আজ
ভগ্ন হলো সবি।
বাদ্য করিয়াছে মোরে করিতে খুন খারাবি।


গগন চাঁদ বিদীর্ণ করে না তাহার বাঁধ।
তবুও তাহার গায় কলঙ্কের দাগ।
মদীয় জানি কতো ভুল।
হয়তো নাই তাহার কুল।
অহং প্রস্তুত দিতে ভুলের মাশুল।
যদি পাই ক্ষণিক তোর সোহাগ
তবে তাহাতে পারি দু-হাতে ছুড়ে ফেলিতে
মোর চিত্ত বণে আছে যতো রাগ।


মোর সব দু:খ ধুইয়ে মুছে।
জানি নিবে না কেহ আপনা কাছে।
জানি যার যাহা দু:খ,স্বচিত্তে নিয়া বাঁচে।
মোর বেবাক দু:খ হতাশ যেইদিন
উড়াইয়া নিয়া যাবে বাতাস।
সেদিন মুছে যাবে সব গ্লানি
হয়তো সেদিন পাবে ফিরিয়া পূর্ণতা
জীবনে হয়েছে যত হানি।


রচনাকালঃ-২৫/০৩/২০২০।