তোমরা মরেছো,আমরাও মরবো।-
আমরা মরেছি, তোমরাও মরবে।
আমরা সবাই মরবই মরবো।


দেহ থেকে আত্না যেদিন হবে হরণ
জানিও সেদিনই হবে তোমার মরন।
মরবো একদিন জানি সবে।
চির দিন থাকব না এই ভবে
উড়াল পাখি উড়ে যাবে
দেহ খানা পড়ে রবে।
রঙের খেলায়,রঙ ছড়াই তবু।


সবাই স্বপ্ন দেখে, বড় হবে
মরন কি, তা ভুলে গেছে
জেগে থেকেও ঘুমিয়ে আছে...
যতই হও তোমি জ্ঞানি
যতই হও সুন্দর রমনী।


রক্ত,মাংস, হাড়,মস্তক, মস্তিষ্ক, সব  হবে মাটি।
ভূলোকে যা ছিল শক্তি,ছিল যত ভক্তি সবই হবে পটি।
জানিও ওই দিন হবে বড় কঠিণ
মৃত্যুদূত আসবে যেইদিন
তাঁরা মরেছে আমরাও মরবো
অবোধের মতো কে বলেরে চীর দিন বাঁচবো।
২৭/৮/২০২০।
""""""""""""""""""""""""""""""""'""""