আজও আমি আছি বসে
আজও মন খুঁজে তোমায় ওগো দিন শেষে
আজও আকিঁ আমি তোমারি ছবি
আজও চেয়ে থাকি ওই দূর খগোলে
চেয়ে চেয়ে হয় সন্ধ্যা হয় নিশি
কতবার হায়, অস্তে যায় নভস্থলের রবি


কত চিন্তা যায় বৃথা ক্ষত বিক্ষত হয় কত আশা অপেক্ষার বাধঁ ভেঙে, হবে কি আর সর্বনাশা!
সন্দ্যায় জোনাকি পোকারা বাতি জেলে পাখা মেলে আনন্দে -উল্লাসে উড়ে।
আমি তখন মৃদু হাওয়ায় হেটে চলি বসি নদী তীরে


প্রভাতের মৃদু বাতাস আর গ্রামের মেঠো পথের ঘাস মুগ্ধ আর করে না আমায়!
আমার সমুদয় নিশ্বাসে কি যেন কি বেরিয়ে আসে,
চূর্ণিত সকল স্বপ্ন আমার, অন্তর বলে নেই বুঝি তাহার প্রয়োজন আর,তবুও রাখি লিখে ঝরে যাওয়া স্বপ্ন সব হৃদয়ের পাতায়
২৬/৭/২০২০।
"""""""""""""""""""""""""''''''"""""""""