সিল্কের ন্যায় চুল গুলি বাতাসেতে  উড়ে।
অন্ধকারে ফালি চাদের আলোই ঝিলমিল করে।


কে যেন দাঁড়িয়ে উপর পানে তাকিয়ে
হাত দুটো গুটিয়ে সন্ধ্যা নদীর তীরে।
সুধীর আদিমতার ভীরে।


স্থীর  হয়ে মুগ্ধচোখে চেয়ে,
দীপ্ত চাঁদের আকাশ স্বস্তির বাতাস
মনে প্রশান্তি জোগিয়ে,


চাঁদ বুঝি পড়ল এসে, ধরনীর বুকে,নদীর উদকে
পাতায় পাতায় গাছের আশেঁ  রমনীর ব্যাপ্তি চুল ঘেঁষে।