তীর হারা ঢেইয়ের সাগরে
বাইতে হবে জলযান
সফল করিতে জীবনে সাহসী অভিযান।
তরী বেয়ে দক্ষিণা হাওয়ায় যাবো ভেসে
ছাড়িয়া বাড়ি ঘর আমি একা পৃথক্কর
যত দু:খ-দৈন্য হোক যত উৎপাত-অত্যাচার
তবুও বাইতে হবে ঢেউয়ের
অথৈ সাগরে তরী
আশে পাশে থাকবে না মানুষ কোনো বাড়ি


থাকবে না পাশে কেহ
একা একা বেয়ে তরী হবে ম্লান মোর দেহ
তবুও হামাগুড়ি দিয়ে দিতে হবে সাগর পাড়ি
যুদ্ধ করিয়া যখন পড়িবো মাটিতে লুটাইয়া
আমারই কলেবর হয়তো বা গ্লান হয়ে
ধুলো-বালি নাক মুখ নিবে টানিয়া চুপসান
বড় কঠিন যে সে অভিযান।


তবুও যাবো এগিয়ে ধাপে ধাপে
বুকটা মোর নাহি কাঁপে।
আমার অভিযানে আমি একা সঙ্গিহীন
সামনের মহাদিন করিতে হবে জয়
মোর মানস বলে সব ভুলে হও তুমি
হও আগুয়ান জীবন অভিযান করিতে জয়
এই অভিযানে লাগবে না কোণো মেশিনগান
হও তুমি হও আগুয়ান হে নজুয়ান


মনটাকে রেখে শক্ত
যাও এগিয়ে যাও এগিয়ে
হবে নিশ্চই তোমার মহা বিজয়।
যদি থাকে আত্ববিশ্বাস
তবে নেই ভয় বাধাহীনভাবেই
পারবে নিতে প্রাণ খুলে নিশ্বাস।