কোথা যেন দেখেছি তোমায়!
মোবাইল হাতে রেখে সানগ্লাস মাথায় করে
গেঞ্জি ওল্টো পড়ে হেটে চলেছো কোথায়?
এইতো চলেছি পকেটের ধান্দায়
তার মানে তুমি পকেটমার?
চিন্তে পেরেছি তোমায়!


সেদিন আমার প্রণয়ীনী গলা থেকে খুলে ব্যাগে রেখেছিল
গলার হাড়।
তুমি  ব্যাগটা থাবা মেরে দৌড়ে পালিয়েছিলে।
ইয়া-মানে আমি নয়,
তুমি নই বুঝি!দাড়া পকেটমার,
পালিয়ে যাচ্ছিস কোথায়!
এখনি মটকে নিব তোর ঘাড়।