কখন থেকে বসে আছি তোমার দেখা মিললনা।
পরানের নিরঞ্জনা।
অর্থ  আছে তোমার নামের সেটা জানতাম না
পরানের নিরঞ্জনা।
তোমার নামের অর্থ জেনে এলাম,তোমি এবার এলেনা।
পরানের নিরঞ্জনা।


নিরঞ্জনার বিশেষ্য পদ, পূর্ণিমা তিথি।
আমি তোমায় ডাকবো শুনো, রম্য নামে প্রিতি।
সে নামেরও অনিন্দিত অর্থ আছে,বন্ধুত্ব।
তোমার আর আমার মাঝে, সম্পর্কটা বন্ধুত্ব
জেনে নাও বন্ধত্ব,বন্ধুত্ব, বন্ধুত্ব,বন্ধুত্ব।
সে বন্ধুত্ব থাকবে আমাদের জনম জনম, জনম জনম, জনম জনম।
বন্ধু তোমায় পড়ে মনে হরদম,হরদম,হরদম।


আমাদের এই বন্ধুত্ব মনে হয় যেন,হাজার বছরের কৃতিত্ব,হাজার বছরের কৃতিত্ব, হাজার বছরের কৃতিত্ব।
সে-কখন থেকে বসে আছি,কই তোমি তো এলে না, তোমি তো এলে না তোমি তো এলে না।
পরানের নিরঞ্জনা,পরানের নিরঞ্জনা,পরানের নিরঞ্জনা।


রচনাকালঃ=২৫/১২/২০২০।