প্রেম সে আমার জন্য নয়, দু:খ করেছে ঘেরাও চারিদিকে।
আশার আলো গেছে নিভে মম হৃদয় আকাশপটে।
প্রেমের সাগরে ডুব দিতে করে ভয়।
প্রেমের সাগরে ডুব দিয়ে যদি সব কিছু নিস্বেশ হয়!
শোকের ঘর্মে মোর ভজন ভেজায়।
স্বপ্ন দেখা সে আমার জন্য নয়।


জীবনের সকল স্বপ্ন তিলে তিলে শেষ হয়েছে।
সুষুপ্ত অবস্থায় আমায় কে যেন সপ্ন দেখায়।
আমি অতন্দ্রি হলেই সে পালায়।
শোক আমায় করেছে মস্তা।
আমি ভুলে গেছি সুখ কি!কতবার থুবড়ে পড়েছি জীবনে।
কত কত দু:খের ছায়া আমি দেখেছি।
আমি হিংস্র হয়েগেছি,যুগল চক্ষু মোর সর্বদাই থাকে কস্তা।


আমি ভুলেগেছি অতীত,ভুলেগেছি সব।
ভুলে গেছি কাকে বলে আত্মশ্লাঘা।
আমি প্রস্তর হয়েগেছি, হয়েছি অগা।
আমি নিরালোকে গেছি মিশে,
নিরালোকেই মোর বাস।
আমি পাইনা কিছুই ভয়।
কারন আমার জীবনে হারানোর নেই কিছুই।
আমি অব গেছি ভুলে কিসে হয় ভয়।


রচনাকালঃ-০৭/০৫/২০২০।