প্রজাপতিটি আমার চারদিক কিছুটা সময় ঘুরে ঘুরে
মনে হচ্ছিল আমাকেই দেখছিল।
সম্ভবত আমাকে কিছু একটা বলতে চেয়েছিল।
আমি সেটার কর্ণপাত করিনি।
আমার কাণের পাশ দিয়ে, তার দুটি ডানা ঝাপটিয়ে
হঠাৎই চলে গেল।


তবে কে জানত এই যাওয়াটাই তার জীবনের শেষ যাওয়া!
কে জানত কি ছিল তার জীবনের শেষ চাওয়া!


উড়ে উড়ে নিরীহ প্রজাপতিটি আটকে পড়লো এক মাকড়শার জালে।
প্রজাপতিটি কি জানতো এই দিকে গেলেই পড়বে মাকড়ের কবলে!
প্রজাপতিটি আটকে যাওয়ার পর পরই আমি সেখানে গেলাম বাচাঁতে,তবে আমি বাঁচাতে পারিনি।
দেখলাম মাকড়টি স্বজুড়ে কামড়াতে কামড়াতে
প্রজাপতিটিকে মেরে ফেলল।


মাকড়শার উপর ভীষণ অমর্ষ হলো
পরে ভাবলাম মাকড়শারই বা কি অপরাধ!
সেতো আহার লাভের আশায়ই জাল পেতে বসছিল।
আর প্রজাপতিটি ছিল তার ভক্ষণী'য়,
তাই তার বেড়া-জালে আটকে পড়ে